ক্রিকেট খেলতে নয়, এবার জনগণকে সচেতন করতে মাঠে নামছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
সামনে পাকিস্তানের সাধারণ নির্বাচন। ক্রিকেট পাগল জাতিকে ভোট দানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নির্বাচনী প্রচারণায় নামবেন এই তারকা অলরাউন্ডার।
এর আগে শিশুদের পোলিও খাওয়ানোর জন্য বাবা-মাদের সচেতন করতে গণমাধ্যমে প্রচারণা চালান পাকিস্তানের এই তারকা ক্রিকেটার। এবার নির্বাচন কমিশনের অনুরোধে দেশটির সাধারণ নির্বাচনে ভোট সবাইকে উদ্বুদ্ধ করতে প্রচারণায় নামছেন।
আফ্রিদি বলেন, ‘নির্বাচন কমিশন আমাকে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য প্রচারণা চালাতে বলেছে এবং আমি এ প্রচারণায় অংশ নিচ্ছি।'
সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগে (এন) যোগ দিচ্ছেন বলে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরকে অস্বীকার করেছেন আফ্রিদি। ৩৩ বছর বয়সী এই তারকা জানিয়েছেন, তিনি কোন রাজনৈতিক দলে যোগ দেবেন না।
আফ্রিদি বলেন, ‘আমি এই মুহূর্তে ক্রিকেট উপভোগ করছি। তবে কোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না। আমি কেবলমাত্র শরিফ ভাইয়ের মৃত্যুতে শোক জানাতে গিয়েছিলাম। কারণ আমার পিতা অসুস্থ থাকার সময় তিনি যথেষ্ট সহমর্মিতা দেখিয়েছেন।’
২০১১ সালে ক্যান্সারে মারা যান আফ্রিদির পিতা।
আফ্রিদি বলেন, ‘আমার প্রধান লক্ষ্য হচ্ছে পাকিস্তানের জনগণের সেবা করা এবং এ জন্য রাজনীতিতে যোগ দেয়ার দরকার নেই বলে আমি মনে করি।’
ক্রিকেট থেকে রাজনীতিতে যোগ দেয়াটা পাকিস্তানে অস্বাভাবিক কিছু নয়। বিশ্বকাপ জয়ী ইমরান ক্রিকেট থেকে অবসর নেয়ার পর ১৯৯৬ সালে নিজেই ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন।
ইমরানের সাবেক বোলিং পার্টনার সরফরাজ নওয়াজ একজন প্রাদেশিক সংসদ সদস্য ছিলেন। এছাড়া সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান আমির সোহেল গত বছর শরিফের দলে যোগ দেন। তাই আফ্রিদি রাজনীতি করবেন কিনা তা হয়তো সময়ই বলে দিবে। এএফপি।
source:http://www.poriborton.com/article_details.php?article_id=17465
0 comments:
Post a Comment